শিয়ালের কামড়ে মেয়রের বোনসহ পাঁচজন আহত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-০৫ ১৭:১২:৩২
কুমিল্লার হোমনা পৌরসভায় শিয়ালের উৎপাতে আতঙ্কিত পৌরবাসী। শুক্রবার ভোরে শিয়ালের কামড়ে পৌর মেয়রের বোনসহ পাঁচজন আহত হয়েছেন।
আহতরা হলেন- শ্রীমদ্দি গ্রামের আ. রহিমের ছেলে বাদশা মিয়া (১৯), আ. রশিদ মিয়ার স্ত্রী আতর নেছা (৬৫), গোয়ারী ভাঙার গ্রামের সাইজুদ্দিনের ছেলে ইদ্রিস মিয়া (৬৫), মতিন মিয়ার স্ত্রী আহিমন নেছা (৫০) এবং মেয়রের বোন আ. রবের স্ত্রী কোহিনুর বেগম(৫০)।
পারিবারিক সূত্রে জানা গেছে, পৌরসভার শ্রীমদ্দি গ্রামের বাদশা মিয়া ও আতর নেছা (৬৫) বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির উঠানে কাজ করছিলেন। হঠাৎ শিয়াল এসে তাদের কামড়াতে শুরু করে। পরে তাদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
অন্যদিকে শুক্রবার ভোরে পৌরসভার গোয়ারী ভাঙা গ্রামের ইদ্রিস মিয়া (৬৫), আহিমন নেছা (৫০) ও মেয়রের বোন কোহিনুর বেগম বাড়ির উঠানে গেলে পাগলা শিয়াল তাদের কামড়াতে শুরু করে।
পরে লোকজনের সাহায্যে তাদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাহিদা সিকদার বলেন, শিয়ালের কামড়ে পাঁচজন মারাত্মক জখম হয়েছেন। তিনজন হাসপাতালে ভর্তি রয়েছে। দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
পৌর মেয়র নজরুল ইসলাম মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, ইদানিং হোমনায় শিয়ালের উৎপাত বৃদ্দি পেয়েছে। শুনেছি আজকে আমার বোনসহ পাঁচজনকে শিয়াল কামড়িয়েছে। এর আগেও কয়েকটি ঘটনা ঘটেছে।
তবে শেয়াল দমনে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান মেয়র।