সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-০৬ ১২:১৯:২০


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, এ সময়ে ফান্ডটির ইউনিট  দর বেড়েছে ৪২ দশমিক ৬২ শতাংশ। ফান্ডটির প্রতিদিন গড়ে ২ কোটি ৮২ লাখ টাকার ইউনিট লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই ফান্ডের ১১ কোটি ৩১ লাখ টাকার ইউনিট লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফনিক্স ফাইনান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ২৭ দশমিক ৮৭ শতাংশ। ফান্ডটির প্রতিদিন গড়ে ১ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৫ কোটি ৫২ লাখ টাকার শেয়ার।

তালিকার তৃতীয় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ২৪.৬৮ শতাংশ। ফান্ডটির প্রতিদিন গড়ে ১ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এইচ.আর.টেক্সটাইল ও এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড।

সান বিডি/এসকেএস