এ্যাপেক এফআরটিআই সম্মেলন ৮ জুলাই থেকে শুরু
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৭-০৬ ১৫:৪০:৫৫
আগামী ৮ জুলাই প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার থেকে ৪ দিন ব্যাপী এ্যাপেক এফআরটিআই সম্মেলন শুরু হতে যাচ্ছে এতে সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে থাকছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি)। ফাইন্যান্সিয়াল লিটারেসি অ্যান্ড ইনভেস্টরস প্রোটেকশন এর ওপর অনুষ্ঠিতব্য এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো অপারেশন ফিন্যান্সিয়াল রেগুলেটরস ট্রেনিং ইনিসিয়েটিভ (APEC FRTI) এর রিজিওনাল সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা উক্ত সম্মেলনে উপস্থিত থাকবেন।
আজ শনিবার (৬জুলাই)বিএসইসি’র কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কমিশনের নির্বাহী পরিচালক মো: ফরহাদ আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান। এসময় বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমানসহ কমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফরহাদ আহমেদ বলেন, প্রথমবারের মতো এমন সেমিনার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ, যদিও বিশ্বের বিভিন্ন দেশে এমন অনুষ্ঠান আগে থেকে চালু রয়েছে । আর এতে বাংলাদেশসহ মোট ১০টি দেশ অংশগ্রহন করবে । দেশসমূহ হলো বাংলাদেশ, ভারত, নেপাল, ফিলিপাইন, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিন কোরিয়া,জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ।এতে স্বহ স্বহ দেশ তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন ।
উল্লেখ্য, আগামী ৮ জুলাই সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত সম্মেলনে অংশগ্রহণকারীদের নিবন্ধন সম্পন্ন হওয়ার পর স্বাগত বক্তব্য রাখবেন বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। এরপর এডিবি’র বাংলাদেশ রেসিডেন্ট মিশন, কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বক্তব্য রাখবেন। তাদের বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধন করবেন ।
বেলা ১১টা-১২.৩০ টা পর্যন্ত “বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট অ্যান্ড জার্নি টুয়ার্ড ফিন্যান্সিয়াল লিটারেসি অ্যান্ড ইনভেস্টর প্রটেকশন” এর ওপর প্রথম সেশন অনুষ্ঠিত হবে। উক্ত পরিচালনা করবেন আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান, এফসিএমএ,সিএফএ এবং কমিশনের নির্বাহী পরিচালক মাহবুবুল আলম।
দুপুর ২টা-৩টা পর্যন্ত দ্বিতীয় সেশন চলবে। “রোল অব ইন্টারমিডিয়ারিস ইন প্রমোটিং ফিন্যান্সিয়াল লিটারেসি অ্যান্ড ইনভেস্টর প্রটেকশন” এর আলোচনা উপস্থাপন করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান। বিকাল ৩টা-৪টা পর্যন্ত “নিউ করপোরেট গভর্ন্যান্স কোড” নিয়ে তৃতীয় সেশনে আলোচনা করবেন বিএসইসির নির্বাহী পরিচালক ড.এটিএম তারিকুজ্জামান। এছাড়া দিনের শেষ চতুর্থ সেশনে (৪.১৫টা-৫.১৫টা) “এনহেন্সিং ইনভেস্টর নলেজ ওন ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড ডিসক্লোজার” নিয়ে আলোচনা করবেন ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও শহিদুল ইসলাম।
সানবিডি/ এমএফইউ