এনসিসি ব্যাংক এর অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-০৬ ১৫:৩৮:১৭
সেবার মান বৃদ্ধির মাধ্যমে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত এনসিসি ব্যাংকের দুইদিনব্যাপী অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের দেশব্যাপী ১১৭টি শাখার ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের নির্বাহী ও বিভাগীয় প্রধানগণের অংশগ্রহণে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ্ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এস.এম. আবু মহসীন, পরিচালক এ.এস.এম মাঈনউদ্দীন মোনেম এবং খায়রুল আলম চাকলাদার। অন্যান্যের মধ্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির ও মোঃ হাবিবুর রহমানসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এতে যোগ দেন। সম্মেলনে গত ছয় মাসের সার্বিক ব্যাংকিং কার্যক্রমের মূল্যায়ন করা হয় এবং আগামী ছয় মাসের লক্ষ্যমাত্রা অর্জনের কর্মপন্থা নির্ধারণ করা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম বিগত ছয় মাসের সন্তোষজনক পরিচালন মুনাফা অর্জন করায় ধন্যবাদ জানান। তিনি আগামী দিনেও ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং সুনাম বৃদ্ধিতে আন্তরিকভাবে কাজ করার জন্য শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
স্বাগত ভাষণে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বলেন, দ্রুত ব্যাংকের ব্যবসার পরিধি বৃদ্ধি পাচ্ছে, সেজন্য আরো আন্তরিকতা দিয়ে সেবার মান অক্ষুন্ন রাখতে হবে এবং স্ব স্ব এলাকায় ব্যবসার নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করতে হবে। সম্মেলনে চলতি বছরে ব্যাংকের বিভিন্ন ব্যবসায়ীক কৌশল নিয়ে আলোচনা করা হয়।