রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-০৭ ১৫:০২:০৮
কক্সবাজারের উখিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শন করছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আবদুল্লাহ।
রোববার (৭ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে তিনি উখিয়ার মালয়েশিয়ান ফিল্ড হসপিটাল পরিদর্শন করেন। এরপর তিনি বালুখালী রোহিঙ্গা শিবিরে যান। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে মালয়েশিয়ার চিকিৎসা সেবা সম্পর্কে আলোচনা করেন।
সারাদিনই উখিয়ার বালুখালী ও কুতুপালং এলাকার বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করবেন সাইফুদ্দিন বিন আবদুল্লাহ।
পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেনের আমন্ত্রণে শনিবার (৬ জুলাই) তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।