ব্লক মার্কেটে লেনদেন ৫ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-০৭ ১৬:২০:২৪
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই ) ব্লক মার্কেটে মোট ১০ কোম্পানির ৫ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে কোম্পানিগুলোর মোট ১৩ লাখ ৭০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ৭ লাখ ৪০ হাজার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১ কোটি ৯৯ লাখ টাকা।
আরএসআরএম স্টিল ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ৩ লাখ ৯০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১ কোটি ৮৬ লাখ টাকা।
ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে ইবনে সিনা লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ২০ হাজার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৮ লাখ টাকা।
এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, সায়হাম কটন, সিলকো ফার্মা, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।
সান বিডি/এসকেএস