ছয় দিন বন্ধের পর আজ আবার বসছে সংসদ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-০৭ ১৬:৪৬:৪৪
নতুন ২০১৯-২০ অর্থবছরের বাজেট পাস শেষে টানা ছয় দিন বন্ধের পর আজ রবিবার আবার বসছে একাদশ জাতীয় সংসদের তৃতীয় (বাজেট) অধিবেশন। বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হবে।
সংশ্লিষ্ট সূত্র মতে, চলতি সংসদের প্রথম বাজেট অধিবেশন গত ১১ জুন শুরু হয়। অধিবেশনের তৃতীয় কার্যদিবসে ১৩ জুন প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়। এরপর সরকার ও বিরোধী দলের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রস্তাবিত বাজেটের ওপর দীর্ঘ ৫৩ ঘণ্টা আলোচনা হয়।
সর্বশেষ গত ৩০ জুন দেশের ইতিহাসে সবচেয়ে বড় সোয়া পাঁচ লাখ কোটি টাকার বাজেট পাস হয়। ওই দিন অধিবেশন আজ রবিবার বিকেল ৫টা পর্যন্ত মুলতবি করা হয়।