ঢাকা মেডিকেলে নারী চিকিৎসকের ঝুলন্ত লাশ
প্রকাশ: ২০১৫-১১-১৫ ২৩:২৭:৩২
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটের পেছেনের ডরমিটরি থেকে চিকিৎসক মিথিলার (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শাহবাগ থানা পুলিশ খবর পেয়ে রবিবার রাত সাড়ে ৯টায় রুমের দরজা ভেঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাত সাড়ে ৯টায় মিথিলার রুমের দরজা ভেঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। লাশের ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আত্মহত্যার কারণ তদন্ত করে বের করা হবে বলেও জানান তিনি।
মিথিলার মামা খন্দকার শরীফ উদ্দিন জানান, মিথিলা বাংলাদেশ মেডিকেল থেকে ইন্টার্নি শেষ করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মিজানের সঙ্গে ১১ মা্স আগে তার বিয়ে হয়। সে কুমিল্লা সদর উপজেলার কান্দিরপাড় গ্রামের মো. ফিরোজ আহমেদের মেয়ে।