ইরানে বিমান হামলার হুমকি ইসরাইলী প্রধানমন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০১৯-০৭-১০ ১৫:০১:০১
ইরানে বিমান হামলার হুমকি দিয়েছেন অবৈধ দখলদার ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
কোন রকমের আক্রান্ত হলে ইরান সবার আগে ইসরাইল ধ্বংস করে ফেলবে- দেশটির এমন হুমকির জবাবে মঙ্গলবার নেতানিয়াহু ওই পাল্টা হুমকি দেন। খবর রয়টার্সের।
ইসরাইলে এক সভায় বক্তৃতাকালে নেতানিয়াহু বলেন, সম্প্রতি ইরান আমাদের গুঁড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে।
কিন্তু তাদের জানা উচিত- আমাদের বিমানগুলো মধ্যপ্রাচ্যের যেকোনো স্থানে আঘাত করার সক্ষমতা রাখে। সবার আগে ইসরাইল সিরিয়ায় হামলা করবে।
ইরানের এক জ্যেষ্ঠ সংসদ সদস্য গত সপ্তাহে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়, তা হলে আধাঘণ্টার মধ্যে ইসরাইলকে গুঁড়িয়ে দেয়া হবে।