১২১ রানেই নেই ভারতের ৬ উইকেট
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৭-১০ ২২:৩৯:১৫
একে একে চাপ বাড়ছে ভারতের ওপর। মাত্র ২৪০ রানের লক্ষ্য তাড়া করতে নামার সময় যেটাকে সবাই মামুলি বলেছিল, সেটাই এখন বিশাল এক হিমালয় সমান মনে হচ্ছে ভারতের সামনে। ৫ রানে ৩ উইকেট যাওয়ার পর ২৪ রানে ৪ উইকেট। এরপর ৭১ রানে ৪ নম্বর ব্যাটসম্যান হিসেবে ফিরে যান রিশাভ পান্ত। এরপর ৯২ রানের মাথায় ৬ নম্বর উইকেট হিসেবে সাজঘরে ফিরে যান হার্দিক পান্ডিয়াও।
রিশাভ পান্তের সঙ্গে লড়াকু একটা জুটি গড়েছিলেন হার্দিক পান্ডিয়া। ৪৭ রানের জুটিটাকে ভেঙে দেন মিচেল সান্তনার। ৩২ রান করে ফিরে গিয়েছিলেন পান্ত। এরপর ৩২ রান করলেন হার্দিক পান্ডিয়াও। এরপরই সেই সান্তনারের বলে সাজঘরের পথ দেখেন পান্ডিয়া। তার ক্যাচ ধরেন উইলিয়ামসন।
এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ৩৫.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২১। ২৯ বলে ১২ রান করে উইকেটে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। রবীন্দ্র জাদেজা রয়েছেন ৯ রানে।
৫ রানে ৩ উইকেট আর ২৪ রানে ৪ উইকেট। শুরুতেই মহা ব্যাটিং বিপর্যয়ে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে বিরাট কোহলির দলকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন রিশাভ পান্ত এবং হার্দিক পান্ডিয়া। কিন্তু এই জুটির সেই চেষ্টাও ব্যর্থ হয়ে গেলো। ৪৭ রানের জুটি গড়ার পর সাজঘরে ফিরতে হয়েছে রিশাভ পান্তকেও।
ধ্বংসস্তুপের মাঝে দাঁড়িয়ে সৌধ গড়ার চেষ্টা করেছিলেন তরুণ ব্যাটসম্যান রিশাভ পান্ত। ধীরে ধীরে তার গড়া সৌধ মাঝ পথেই ভেঙে দিলেন মিচেল সান্তনার। তার বলে ছক্কা মারার চেষ্টা করেন পান্ত। কিন্তু একেবারে লাইন বরাবর দাঁড়িয়ে তার ক্যাচটা তালুবন্দী করে নেন কলিন ডি গ্র্যান্ডহোম। ৫৬ বলে খুব কষ্ট করে গড়া ৩২ রানের ইনিংসটির যবনিকাপাত ঘটলো তার। ৭১ রানে পড়লো ৫ উইকেট।