কক্সবাজারে বন্দুকযুদ্ধে নিহত ১

প্রকাশ: ২০১৫-১১-১৬ ১০:৫২:২৬


Gun.Cross.Sunbdকক্সবাজারে অপহরণের টাকা ভাগাভাগি নিয়ে দুই পক্ষের বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোমবার ভোর ৪টার দিকে ঈদগাঁওয়ের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি অপহরণ বাহিনীর প্রধান আব্দু রশিদ বলে জানিয়েছে পুলিশ।
  কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, অপহরণের টাকা ভাগাভাগি নিয়ে অপহরণ চক্রের সদস্য রশিদ ও ভেটকার মধ্যে কথা কাটাকাটি হয়।

পরে তাদের দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। স্থানীয়রা গুলি শব্দ শুনে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপহরণ বাহিনীর প্রধান আব্দু রশিদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।