সন্ধ্যায় প্যারিস যাচ্ছেন শিক্ষামন্ত্রী

প্রকাশ: ২০১৫-১১-১৬ ১১:১৮:৪২


Nahidফ্রান্সের রাজধানী প্যারিসে যাচ্ছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

ইউনেসকোর সাধারণ সম্মেলনে যোগ দিতে আজ সোমবার সন্ধ্যায় প্যারিসের উদ্দেশে রওনা হবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে তিনি সেখানে যাচ্ছেন।
 সোমবার সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। সন্ধ্যায় রওনা হয়ে কাল মঙ্গলবার প্যারিসে পৌঁছাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। কাল তিনি ইউনেসকোর সাধারণ সম্মেলনে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্বনির্ধারিত ফ্রান্স সফর রোববার বাতিল করা হয়। ইউনেসকোর সাধারণ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে সোমবার তার প্যারিসে যাওয়ার কথা ছিল।