সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এসইএমএল এফবিএলএস গ্রোথ ফান্ড
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৭-১৩ ১১:৪৬:৪৫
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এসইএমএল এফবিএলএস গ্রোথ ফান্ড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিট দর বেড়েছে ৬০ শতাংশ। ফান্ডটির প্রতিদিন গড়ে ১১ লাখ টাকার ইউনিট লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই ফান্ডের ৫৭ লাখ টাকার ইউনিট লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দর বেড়েছে ২৪ দশমিক ৭৬ শতাংশ। কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার।
তালিকার তৃতীয় স্থানে থাকা এশিয়ান টাইগার সন্ধানী গ্রোথ ফান্ডের ইউনিট দর বেড়েছে ২২.৫২ শতাংশ। আলোচ্য সপ্তাহে ফান্ডটির প্রতিদিন গড়ে ১১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৫৬ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, ঢাকা ইন্স্যুরেন্স, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড ও প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
সান বিডি/এসকেএস