দুধের বিষয়ে পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-১৪ ১৩:৪২:৪৩


‍দুধে অ্যান্টিবায়োটিক ও ক্ষতিকর উপাদানের উপস্থিতি সংক্রান্ত গবেষণা প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কী পদক্ষেপ নিয়েছে তা দুপুর দুইটার মধ্যে জানাতে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ বিষয়ে এক রিট শুনানিকালে এই আদেশ দেন।

রোববার (১৪ জুলাই) সকালে রিটটির শুনানি শুরু হয়। মধ্যহ্নবিরতির সময় কোর্ট বিএসটিআইয়ের আইনজীবীকে আদেশ দিয়ে বলেন, গবেষণার ভিত্তিতে বিএসটিআই কী পদক্ষেপ নিয়েছে তা দুপুর ২টার মধ্যে জানাতে হবে।

আদালতে বিএসটিআইয়ের পক্ষে আইনজীবী ছিলেন এম আর হাসান মামুন। রিটের পক্ষে শুনানি অনীক আর হক।

বিস্তারিত আসছে…