মাটি মেশানো ৪০০ মেট্রিক টন টিএসপি সার জব্দ
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৭-১৬ ১০:২৯:২৫
বন্দর নগরী চট্টগ্রামের পতেঙ্গায় দুটি গুদামে অভিযান চালিয়ে মাটি মেশানো ৪০০ মেট্রিক টন ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার জব্দ করেছে র্যাব। সোমবার রাত সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসনের সহযোগিতায় গুদাম দুটিতে অভিযান চালানো হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান এসব তথ্য জানান।
মাশকুর রহমান বলেন, ‘ঢাকা থেকে টিএসপি লেখা খালি বস্তা আনা হত এবং গুদাম দুটিতে মূল বস্তা থেকে সার ও মাটি ভরে পুনরায় প্যাকিং করা হতো। এরপর সেই মাটি মেশানো ভেজাল সার বাজারজাত করা হতো সারাদেশে। এমন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে অভিযান চালান র্যাব সদস্যরা। গুদাম দুটি থেকে ৪০০ মেট্রিক টন টিএসপি সার জব্দ করা হয়েছে। অভিযান এখনও অব্যাহত রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’