দর বৃদ্ধির শীর্ষে এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-১৬ ১৬:২৬:০৫
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, শেয়ারটির দর বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৮৩ বারে ৫১ হাজার ৯৬৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ লাখ ৪ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে থাকা ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের দর বেড়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ। ফান্ডটির সর্বশেষ ৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। ফান্ডটি ৯ বারে ১১ হাজার ৬৪১টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৯১ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যলেন্সড ফান্ডটির দর বেড়েছে ৯ দশমিক ২১ শতাংশ। এদিন ফান্ডটি সর্বশেষ ৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৭৫ বারে ৯৩ হাজার ৭২৭টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ ৬৮ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে-আইসিবি এএসসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড,গ্লোবাল ইন্সুরেন্স, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, মাইডাস ফাইন্যান্স, আর এন স্পিনিং মিলস, মিরাকল ইন্ডাস্ট্রিজ ও জাহিন টেক্সটাইল।
সান বিডি/এসকেএস