সময় এখন ব্রান্ড বাংলাদেশের: বিডা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০৭-১৬ ১৭:৩৩:০১


বিশ্ব দরবারে বাংলাদেশ এখন নতুন এক বিস্ময়কর নাম। দ্রুত গতীতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। গত এক দশক ধরে বাংলাদেশ বিস্ময়কর অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে। সময় এখন ব্রান্ড বাংলাদেশের।

মঙ্গলবার ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন বা ডব্লিউআইপিওর এর প্রতিনিধি দল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর কার্যালয়ে দেখা করতে এলে সব কথা বলেন প্রতিষ্ঠনটির নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলাম।

প্রতিনিধিদল বাংলাদেশের মার্কেট পলিসি, উৎপাদনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যাবহার এবং স্থানীয় ও বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান নিয়ে আলোচনা করেন। এসময় তাঁরা বাংলাদেশের ক্রম উন্নতি ও বিশ্বব্যাপী ব্রান্ড বাংলদেশের অবস্থান নিয়ে প্রশংসা করেন।

প্রতিনিধি দলের সাথে মতবিনিয়মকালে বাংলাদেশ কাজী মোঃ আমিনুল ইসলাম বলেন,প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে গত এক দশক ধরে বাংলাদেশ বিস্ময়কর অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে। ফলে বিশ্বব্যাপী গত বছর যেখানে সরাসরি বৈদেশিক বিনিয়োগ ১৩ শতাংশ কমেছে; সেখানে বাংলাদেশে প্রায় ৬৮% বৃদ্ধি পেয়েছে। এটি বিশ্বের সর্বোচ্চ।

তিনি আরও বলেন, বাংলাদেশের বিনিয়োগ অবস্থান অত্যান্ত নিরাপদ। বিশ্ববাজারে বাংলাদেশের সুনামের ফলে দিন দিন আমাদের রপ্তানি বৃদ্ধি পাচ্ছে। আগামীতে এই হার আরো দ্রুত হবে। সময় এখন সময় ব্রান্ড বাংলাদেশের।