দর বৃদ্ধির শীর্ষে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-১৮ ১৬:১৩:২১


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ইউনিটটির আজ দর বেড়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। সর্বশেষ ১০ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন ফান্ডটি ১৯৭ বারে ১০ লাখ ৭৮৭টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৭ হাজার টাকা।

দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ডটির ইউনিটের দর বেড়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ। ফান্ডটির সর্বশেষ ২৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। ফান্ডটি ১৯ বারে ২২ হাজার ৯০০টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৬ লাখ ৩৬ হাজার টাকা।

তৃতীয় স্থানে এসইএমএল এফবিএসএল সরিআহ ফান্ড ফান্ডটির দর বেড়েছে ৯ দশমিক ৬৬ শতাংশ। এদিন ফান্ডটি সর্বশেষ ১০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২৭৫ বারে ৮ লাখ ৮৬ হাজার ৬১৫টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৮৯ লাখ ২০ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, এসইএমএল লেকচার ইকুইটি মেনেজমেন্ট ফান্ড, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ১,বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটে ও অরিয়ন ইনফিউশন লিমিটেড।

সান বিডি/এসকেএস