গবেষণা ও প্রশিক্ষণে বেরোবি ও বশেফমুবিপ্রবি’র মধ্যে সমঝোতা চুক্তি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-২৩ ১৫:৪২:৩৭


বিভিন্ন বিষয়ে গবেষণা ও প্রশিক্ষণে দক্ষতা অর্জনের লক্ষ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও জামালপুরে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

বশেফমুবিপ্রবির ঢাকাস্থ লিয়াজোঁ অফিসে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।

সমঝোতা চুক্তিতে বেরোবির পক্ষে উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এবং বশেফমুবিপ্রবির পক্ষে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ স্বাক্ষর করেন।

এ সময় বশেফমুবিপ্রবির রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক প্রকৌশলী আব্দুর রাজ্জাক, বেরোবির ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের বোর্ড অব গভর্নরসের সদস্য ড. সাবের আহমেদ চৌধুরী, বেরোবির প্রভাষক সোহাগ আলী, মো. ইউসুফ, মো. সারোয়ার আহমাদ, বিউটি মণ্ডল, মাশরেকী মুস্তারী, মনিরুল ইসলাম, ফাহিমুল কাদের সিদ্দিকী, সহিবুর রহমান, কর্মকর্তা শাহরিয়ার আকিফ, মো. নুরুজ্জামান, বশেফমুবিপ্রবির সেকশন অফিসার সাব্বির হোসাইন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নবনিযুক্ত কর্মচারীরা উপস্থিত ছিলেন।