প্রস্তুতি ম্যাচে মুশফিকের ঝড়ো হাফ সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-২৩ ১৭:২৯:২৬


একমাত্র প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া ২৮৩ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। ৪৫ রানের ওপেনিং জুটি ভেঙেছে লাহিরু কুমারার বলে সৌম্য সরকার (১৩) ফিরে যাওয়ায়। অপর ওপেনার তামিম ইকবালও লাহিরু শিকার হয়েছেন। এর আগে তিনি ৪৭ বলে ৩৭ রান করেন। এরপর দলের হাল ধরেন মুশফিকুর রহিম আর মোহাম্মদ মিঠুন। ৪৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশি। মিঠুন ব্যাট করছেন ২২ রানে। ২৪.৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৩১ রান।

কলম্বোর পি সারা ওভালে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮২ রান তুলে লঙ্কানরা। দলীয় ১ রানে নিরোশান ডিকাভেলাকে (০) এলবিডাব্লিউ করে ভালো কিছুর ইঙ্গিত দেন রুবেল হোসেন। এই গতি তারকার দ্বিতীয় শিকার ফার্নান্দো (২)। এরপরেই গুনাথিলাকা আর ভানুকা রাজাপাক্ষের জুটিতে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। হাফ সেঞ্চুরিয়ান শেহান জয়াসুরিয়া ৭৮ বলে ৫৬ রান করে সৌম্য সরকারের শিকার হন। সৌম্যর অপর শিকার ভানুকা রাজাপাক্ষে (৩২)।

এই যখন দলের অবস্থা, তখন মিডল অর্ডারে হাল ধরেন দাসুন শানাকা এবং হাসরাঙ্গা। মাত্র ৬৩ বলে ৬ চার ৬ ছক্কায় শানাকা খেলেন অপরাজিত ৮৬ রানের ইনিংস। হাসরাঙ্গা ২৮ রানে ফরাহাদ রেজার শিকার হন। রুবেল-সৌম্য নিয়েছেন দুটি করে উইকেট। দুজনেই রান দেওয়ায় বেশ কৃপণ ছিলেন। ১টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং ফরহাদ রেজা। এরমধ্যে তাসকিন আর ফরহাদ বেদম পিটুনি খেয়েছেন।