দর বৃদ্ধির শীর্ষে ১০ মিউচ্যুয়াল ফান্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-২৪ ১৬:১৬:৫১


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ দখল করে রেখেছে মিউচ্যুয়াল ফান্ড। তালিকায় থাকা কোম্পানির মধ্যে ১০টিই মিউচ্যুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, তালিকার শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড। ফান্ডটি দর বেড়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ। সর্বশেষ ৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩৩২ বারে ১৮ লাখ ৮ হাজার ৬৬৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১৭ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডটির দর বেড়েছে ৯ দশমিক ৭৮ শতাংশ। এদিন ফান্ডটি সর্বশেষ ৪০.৪০  টাকা দরে লেনদেন হয়। ফান্ডটি ১৭২ বারে ১ লাখ ৭ হাজার ৫২৫টি ইউনিট লেনদেন করে।

তৃতীয় স্থানে থাকা এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড ফান্ডটির দর বেড়েছে ৯ দশমিক ৬৩ শতাংশ। এদিন ফান্ডটি সর্বশেষ ১৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। ফান্ডটি ২০ বারে ৫০ হাজার ৯৫৩টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য ফান্ডগুলো মধ্যে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ৬১ শতাংশ, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৯ দশমিক ৬১ শতাংশ, এসইএমএল এল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ডের ৯ দশমিক ৬১ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ৪৭ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ৪৩ শতাংশ, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ৩০ শতাংশ ও গ্রীনডেল্টা মিুচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ০৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

সান বিডি/এসকেএস