জামালপুরে নৌকাডুবিতে ৫ শিশুর প্রাণহানী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-২৫ ১৪:২৮:৪২
জামালপুরের শরিষাবাড়ি উপজেলায় বন্যার পানিতে নৌকায় করে বেড়াতে গিয়ে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
উপজেলার তারাকন্দি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহব্বত কবির জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার কালিকাপুর গ্রামে নৌকাডুবির এ ঘটনা ঘটে।
তারা হল- ওই গ্রামের খবির উদ্দিনের মেয়ে সুবর্ণা (১৭), ঝুমা (১৪), মোস্তফার মেয়ে অন্তরা (১০), একই উপজেলার ভাটিকামারি গ্রামের রিপন শিকদারের মেয়ে রূপসী (৮) ও জবানুর রহমানের মেয়ে জান্নাত (১০)।
পরিদর্শক মহব্বত এলাকাবাসী বরাতে বলেন, রূপসী ও জান্নাত ওই গ্রামে আত্মীবাড়ি আসার পর তারা বাড়ির পাশের নিখাই বিলে ডিঙ্গিনৌকায় বেড়াতে যায়।
“এ সময় নৌকায় আলাদা কোনো মাঝি ছিল না। নিজেরাই বৈঠা দিয়ে নৌকা চালাচ্ছিল। একপর্যায়ে ঢেউয়ের তোড়ে নৌকা ডুবে যায়। আশপাশে লোকজন ছিল। কিন্তু তারা গিয়ে উদ্ধার করার আগেই পাঁচজনেরই মৃত্যু হয়।”