ক্ষুদ্র ও মাঝারি কোম্পানি বাজারে আনতে আগহী ইস্যু ম্যানেজাররা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-২৫ ১৬:৪৬:০১
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এসএমই প্লাটফর্মে নতুন কোম্পানি তালিকাভুক্তির করার জন্য ইস্যু ম্যানেজারদের সাথে বৈঠক করেছে ডিএসই’র ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। গত ২৩ ও ২৪ জুলাই দুই দিন দেশের বিভিন্ন ইস্যু ম্যানেজারদের সাথে এ মতবিনিময় সভা করে প্রতিষ্ঠানটি।
সভায় ক্ষুদ্র ও মাঝারি কোম্পানিগুলোকে কর্পোরেট গভর্ন্যান্সের মানোন্নয়নের পাশাপাশি এসএমই প্লাটফর্মের তালিকাভুক্তির ক্ষেত্রে বিভিন্ন করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। একই সাথে ডিএসই’র এসএমই প্লাটফর্মকে কিভাবে যুগোপযোগী ও কার্যকর করা যায় সে বিষয়ে মতামত গ্রহণ করা হয়।
উপস্থিত প্রতিনিধিবৃন্দ ডিএসই এসএমই প্লাটফর্মের কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। একই সাথে তারা ডিএসই’র এসএমই প্লাটফর্মের নতুন নতুন কোম্পানি তালিকাভুক্তির বিষয়ে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেন।
উল্লেখ্য যে, ৩০ এপ্রিল ২০১৯ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় অর্থমন্ত্রী জনাব আ. হ. ম. মুস্তফা কামাল, এমপি প্রধান অতিথি হিসেবে “ডিএসই এসএমই প্লাটফর্ম” এর উদ্বোধন করেন।