কাস্টমস কর্মকর্তাকে ঘুষের টাকা দিতে গিয়ে আটক ৬ জনের বিরুদ্ধে মামলা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০১৯-০৭-২৬ ১১:৫৬:০৬
সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব ফাঁকির অর্থ কাস্টসম কর্মকর্তাকে ঘুষ দিয়ে এসে গোয়েন্দা পুলিশের ফাঁদে আটক ৬ চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (সদর) ও মুখপাত্র মো. গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য জানান। তিনি বলেন, আসামিদের সঙ্গে থাকা ঘুষের ৮ লাখ ৩০ হাজার টাকা, ৭ হাজার ইউএস ডলার ও গুলিসহ একটি পিস্তল আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
আসামিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদরের মসজিদ পাড়ার হাসান শফির ছেলে আবু সাঈদ ওরফে নয়ন (৩৫), শিবগঞ্জের কোর্টবাজারের আকতারুজ্জামানের ছেলে আহসানুল কবির ওরফে মিঠু (৩২), শিয়ালমারার বজলুর রহমানের ছেলে বায়জিদ হোসেন (৪৫), চাঁপাইনবাবগঞ্জ সদরের নামো রাজারামপুরের আলফাজ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৩৬), আরামবাগ বটতলার মৃত আহসান হাবিবের ছেলে আবুল হাসান ওরফে রুবেল (৩৮)।
নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, নগরীর উপশহর এলাকার ১৭১ নম্বর বাড়িতে কাস্টমস এক্সাইস অ্যান্ড ভ্যাট কমিশনারেট রাজশাহীর অবস্থানরত রাজস্ব কর্মকর্তা আইয়ুব আলী বসবাস করেন। আসামিরা সকলে ওই বাসার ৪র্থ তলার বাসিন্দা আইয়ুব আলীকে কর ফাঁকির অর্থ ঘুষ হিসেবে দিতে গিয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ইউএস ডলার এবং টাকার বৈধ কোন রেকর্ডপত্র, পাসপোর্ট ইনডোর্সমেন্ট দেখাতে পারেনি।
তিনি আরও বলেন, অস্ত্র, টাকা ও ডলার আদালতের জিম্মায় বোয়ালিয়া মডেল থানায় রাখা হয়েছে। আটক ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে। আটক সকলেই সোনামসজিদ স্থলবন্দরের আমদানিকারক। আগ্নেয়াস্ত্রটি আব্দুল মালেকের লাইসেন্স করা বলে দাবি করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
উল্লেখ্য, গত বুধবার রাতে রাজশাহী মহানগরীর উপশহর এলাকায় অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার ৬ ব্যক্তিকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা ও বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি যৌথ অভিযানিক দল।