সাপ্তাহিক দর পতনের শীর্ষে মেঘনা পেট

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-২৭ ১১:৫৩:৫৩


ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৭ দশমিক ৭০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৫ লাখ ২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ লাখ ৪০০ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্সের শেয়ার দর কমেছে ১৩ দশমিক ৭৯ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১০ লাখ ৮৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ লাখ ১৭ হাজার ২০০টাকা।

তৃতীয় স্থানে থাকা হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেডের শেয়া দর কমেছে ১১ দশমিক ৫৩ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ২০৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ২ কোটি ৭ লাখ ৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪১ লাখ ৪১ হাজার ৬০০ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো মধ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১১ দশমিক ৪৭ শতাংশ, দেশ গার্মেন্টসের ১০ দশমিক ৮২ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ১০ দশমিক ২৪ শতাংশ, বিডি অটোকারের ৯ দশমিক ৯০ শতাংশ, জিল বাংলা সুগার মিলের ৯ দশমিক ৬৩ শতাংশ, জেমিনি সি ফুডের ৯ দশমিক ৪২ শতাংশ এবং স্টাইল ক্রাফটের ৮ দশমিক ৮১ শতাংশ দাম কমেছে।

সান বিডি/এসকেএস