সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ মিউচ্যুয়াল ফান্ডের দখলে

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-২৭ ১২:০০:৩৬


ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ১০টি মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড। ফান্ডটির দর বেড়েছে ৫৯ দশমিক ৭১ শতাংশ। ফান্ডটি সর্বশেষ ৪৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে ফান্ডটি সর্বমোট ৪৬ লাখ ৭২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডটির দর বেড়েছে ৫৮ দশমিক ৮২ শতাংশ। ফান্ডটি সর্বশেষ ১৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে ফান্ডটি সর্বমোট ৯৬ লাখ ৪৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৯ লাখ ২৯ হাজার ২০০ টাকা।

তৃতীয় স্থানে থাকা ফনিক্স ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডটির দর বেড়েছে ৫৬ দশমিক ৬ শতাংশ। ফান্ডটি সর্বশেষ ১০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে ফান্ডটি সর্বমোট ১৩ কোটি ৪৪ লাখ ৬৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো মধ্যে আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রহী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ২৫ দশমিক ৯৭ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ২৫ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ২২ দশমিক ৫৫ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডের ১৮ দশমিক ৬৭ শতাংশ এবং এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ১৮ দশমিক ৫৭ শতাংশ দাম বেড়েছে।

সান বিডি/এসকেএস