সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন ১০১ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-২৭ ১৪:০৮:৩৮


ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সপ্তাহজুড়ে ৩০টি কোম্পানির ১০১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৫৯ কোটি টাকা বা ১৪২ শতাংশ বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিগুলোর ১ কোটি ৮৫ লাখ ১১ হাজার ৭৪৫টি শেয়ার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১০১ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে ৩৬ কোম্পানির ২ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ৮০২টি শেয়ার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৪১ কোটি ৭৭ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ব্লকে ৫৯ কোটি ২৭ লাখ ২১ হাজার টাকা বা ১৪১.৮৮ শতাংশ লেনদেন বেড়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৭৭ কোটি ৪০ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৬ কোটি ৮৯ লাখ ৪০ হাজার টাকার স্কয়ার ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৯৯ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে আইডিএলসি ফাইন্যান্সের।

এছাড়া অগ্রণী ইন্স্যুরেন্সের ৭ লাখ ৩৩ হাজার টাকার, ফুওয়াং ফুডের ৫৯ লাখ ৬৫ হাজার টাকার, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ১ কোটি ৭১ লাখ ৭৫ হাজার টাকার, মুন্নু জুট স্টাফলার্সের ৫ লাখ ৪৬ হাজার টাকার, অলিম্পিকের ৪৩ লাখ ২০ হাজার টাকার, পিপলস ইন্স্যুরেন্সের ১৬ লাখ ৪ হাজার টাকার, প্রাইম ইন্স্যুরেন্সের ২ কোটি ৮ লাখ ৫৮ হাজার টাকার, সুহৃদের ৩৪ লাখ টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ৫ লাখ ২০ হাজার টাকার, ঢাকা ইন্স্যুরেন্সের ১১ লাখ ২৯ হাজার টাকার, ফরচুন সুজের ২ কোটি ৬৪ লাখ ৪৭ হাজার টাকার, গ্রামীণফোনের ১৭ লাখ ২৬ হাজার টাকার, ইবনে সিনার ৫৮ লাখ ৫৭ হাজার টাকার, আইএফআইসির ৫ লাখ ৭০ হাজার টাকার, ম্যারিকোর ৪৪ লাখ ২৩ হাজার টাকার, সায়হাম কটনের ২৯ লাখ ৭১ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ২০ লাখ ৯৩ হাজার টাকার, সিনোবাংলার ১ কোটি ৩ হাজার টাকার, সোনারগাঁও টেক্সটাইলের ৬ লাখ ৮০ হাজার টাকার, বঙ্গজের ১৪ লাখ ৭৫ হাজার টাকার, বারাকা পাওয়ারের ৪০ লাখ ৩১ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৭ লাখ ৬০ হাজার টাকার, নিটল ইন্স্যুরেন্সের ১২ লাখ ৫৬ হাজার টাকার, সিমটেক্সের ১১ লাখ ৯৫ হাজার টাকার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৬৪ লাখ ৫৪ হাজার টাকার, নূরানী ডাইংয়ের ৫ লাখ ২ হাজার টাকার এবং এসকে ট্রিমসের ৭ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস