নোয়াখালীতে পিকআপ উল্টে নিহত ৪

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৭-২৮ ১১:৪১:২১


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি  পিকআপ ভ্যান উল্টে চারজনের প্রাণহানী ঘটেছে।

রোববার(২৮জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার চৌমুহনীর সিঙ্গার রোড এলাকায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছে ৯ জন।

হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতরা সবাই নির্মাণ শ্রমিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে ফেনী থেকে বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজারে একটি নির্মাণাধীন ভবনের ছাদের কাজ করার উদ্দেশ্যে ১২ জন শ্রমিক নিয়ে পিকআপ ভ্যানটি ছেড়ে আসে। পথে চৌমুহনী সিঙ্গার রোড এলাকায় একটি রিকশাকে পাশ কাটানোর (ওভারটেক) সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন ও নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ জানান, নিহতদের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।