ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং নভোএয়ারের মধ্যে চুক্তি স্বাক্ষর
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-২৮ ১৬:৪৬:৩৫
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) গত ২১ জুলাই ২০১৯ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে নভোএয়ারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, ইউসিবি’র সকল ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রহীতাবৃন্দ নভোএয়ারের ওয়েবসাইট, এ্যাপ ও সেলস অফিস থেকে অভ্যন্তরীন ও আন্তর্জাতিক টিকেট ক্রয়ের ক্ষেত্রে বেস ফেয়ারের উপর ১০% ছাড় উপভোগ করবেন।
ইউসিবি’র কার্ডস বিভাগের প্রধান ও এফভিপি জনাব নেহাল এ হুদা এবং নভোএয়ারের মার্কেটিং ও সেলস এর প্রধান জনাব মেস-বাহ-উল-ইসলাম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউসিবি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আবুল কালাম আজাদ এবং নভোএয়াররের সিনিয়র ম্যানেজার, মার্কেটিং ও সেলস, জনাব এ কে এম মাহফুজুল আলম সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
ক্যাপশনঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) গত ২১ জুলাই ২০১৯ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে নভোএয়ারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। ইউসিবি’র কার্ডস বিভাগের প্রধান ও এফভিপি জনাব নেহাল এ হুদা এবং নভোএয়ারের মার্কেটিং ও সেলস এর প্রধান জনাব মেস-বাহ-উল-ইসলাম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। করে। চুক্তি অনুযায়ী, ইউসিবি’র সকল ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রহীতাবৃন্দ নভোএয়ারের ওয়েবসাইট, এ্যাপ ও সেলস অফিস থেকে অভ্যন্তরীন ও আন্তর্জাতিক টিকেট ক্রয়ের ক্ষেত্রে বেস ফেয়ারের উপর ১০% ছাড় উপভোগ করবেন।