মার্কেন্টাইল ব্যাংকে দুটি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-২৯ ১৪:২২:৪৩
মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি সপ্তাহব্যাপী ‘Various Aspects of Branch Management for Efficient Banking Operation’ And ‘Consumer & Retail Banking’ শীর্ষক দুটি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।
মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ব্যাংকের ৪০ টি শাখার ৪১ জন নির্বাহী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ কামরুল ইসলাম চৌধুরী কোর্স দুটির উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমে সকল স্তরে গ্রাহক সেবার গুরুত্ব তুলে ধরেন। একইসাথে ব্যাংকের কনজুমার এ্যান্ড রিটেইল প্রোডাক্ট সম্পর্কে ভালভাবে ওয়াকিবহাল হওয়ার পাশাপাশি ব্যাংকিংয়ের সকল ক্ষেত্রে নৈতিকতা ও শুদ্ধাচার যথাযথভাবে অনুসরণে উপস্থিত প্রশিক্ষাণার্থীদের নির্দেশ দেন। এসময় মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক উপস্থিত ছিলেন।