ইসলামী ব্যাংক মুন্সীগঞ্জ শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-২৯ ১৬:২৫:১২
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর মুন্সীগঞ্জ শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ২৬ জুলাই ২০১৯, শুক্রবার শাখাপ্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. আব্দুল জব্বার এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রুরাল ডেভেলপমেন্ট ডিভিশন প্রধান এম জুবায়ের আজম হেলালী। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সাউথ জোনপ্রধান মো. ইয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এএফএম আনিসুর রহমান এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও মুন্সীগঞ্জ শাখাপ্রধান মোহাম্মদ মুহিতুর রহমানসহ পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্রপ্রধান ও সহকারী কেন্দ্রপ্রধানগণ উপস্থিত ছিলেন।