দর বৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-২৯ ১৬:৩০:০৫


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশ গার্মেন্টস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৮৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন শেয়ারটি ১৯০ বারে লাখ ১৬ হাজার ৬০৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৯ লাখ ৭৯ হাজার টাকা।

দ্বিতীয় স্থানে থাকা মুন্নু সিরামিকসের দর বেড়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৭১ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৪ হাজার ১২৫ বারে ৭ লাখ ৫৭ হাজার ৫৯৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৫৫ লাখ ৪৮ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা এসইএমএ এফবিএসএল গ্রোথ ফান্ডটির ইউনিটের দর বেড়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ। ইউনিট সর্বশেষ ৪৪ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৪১৭ বারে ১ লাখ ৯৬ হাজার ৪৯২টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৮১ লাখ ৯০ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোমধ্যে সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৭৪ শতাংশ, ইনটেক লিমিটেডের ৯ দশমিক ৭২ শতাংশ, অ্যাপলো ইস্পাতের ৯ দশমিক ৬১ শতাংশ, ইউনাইটেড ইন্সুরেন্সের ৯ দশমিক ৫৪ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ৮ দশমিক ৯১ শতাংশ, জেমিনি সী ফুডের ৮ দশমিক ৭৪ শতাংশ ও ফু ওয়াং ফুড লিমিটেডের ৮ দশমিক ৭৩ শতাংশ দর বেড়েছে।

সান বিডি/এসকেএস