১ আগস্ট থেকে সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-৩০ ১৬:০১:০১
১ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন। ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সর্বসাধারণের সুবিধার্তে সব সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস রিফুয়েলিং কার্যক্রম পরিচালনায় এ সিন্ধান্ত নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ জুলাই) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে ঈদের আগের সাত দিন এবং পরের তিন দিন (মোট ১০ দিন) সিএনজি (ফিলিং) স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখতে অনুরোধ করেছিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
গত ২২ জুলাই সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেছিলেন, ঈদের আগের সাত দিন এবং পরের তিন দিন (মোট ১০ দিন) সিএনজি (ফিলিং) স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন সড়ক-মহাসড়কে ভারি যান চলাচল বন্ধ থাকবে। পচনশীল দ্রব্য, গার্মেন্ট ও ওষুধবাহী যানবাহন যথারীতি চলবে।
গ্যাস র্যাশনিংয়ের সুবিধার্থে এখন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ সংশ্লিষ্ট সরকারি কম্পানিগুলো বন্ধ রাখছে বলেও জানানো হয়েছিল সংবাদ সম্মেলনে।