২১ নভেম্বর ঢাকায় আসছেন সেবি চেয়ারম্যান
প্রকাশ: ২০১৫-১১-১৭ ১০:৪৬:২৪
বাংলাদেশ সফরে আসছেন ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)-এর চেয়ারম্যান উপেন্দ্র কুমার সিনহা। আগামী ২১ নভেম্বর তিনি ঢাকা সফরে আসবেন। সফরকালে দুই দেশের নিয়ন্ত্রক সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়ে সমঝোতা চুক্তি সই হবে।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ভারতের স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকা সফরে আসবে। বাকি দুই সদস্য হলেন- সেবির প্রধান মহা-ব্যবস্থাপক অমর জিত সিং ও মহা-ব্যবস্থাপক আলী আজগর সাব্বির হোসেন। চার দিনের সফরে আসবে ওই প্রতিনিধি দল।
এই সফরে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ও বিএসইসির চেয়ারম্যান প্রফেসর এম ড. খায়রুল হোসেনের সঙ্গে স্বাক্ষাত করবেন।
সূত্র আরও জানিয়েছে, আগামী ২২ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপাক্ষিক চুক্তি সই হবে। নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে সই করবেন বিএসইসির চেয়ারম্যান প্রফেসর ড. এম খায়রুল হোসেন ও সেবির চেয়ারম্যান উপেন্দ্র কুমার সিনহা।
চুক্তি সই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, অর্থমন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মতারা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএসইসির উর্ধ্বতন কর্মকর্তারা, ডিএসই, সিএসই, বিএমবিএসহ পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন স্টেইকহোল্ডারের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
সূত্র মতে, দ্বিপাক্ষিক চুক্তিতে ক্রস লিস্টিং, নলেজ শেয়ারিং, আইটি সংক্রান্ত সহায়তার বিষয় প্রাধান্য পেতে পারে।
এ সফরের বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ও বিএসইসির সাবেক চেয়ারম্যান ড. এ বি মির্জা আজিজুল ইসলাম বলেন, প্রতিবেশী দুই দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সহযোগিতার চুক্তি খুবই ইতিবাচক একটি বিষয়। তিনি বলেন, চুক্তিতে ক্রস লিস্টিংয়ের বিষয়টি থাকলে ভালো হয়। আমি চেয়ারম্যান থাকা অবস্থায় এই উদ্যোগটি নিয়েছিলাম; নানা কারণে তখন এটি হয়ে উঠেনি।
তিনি বলেন, এর বাইরে যদি অন্য কিছু হয়; সেটা ভালো। সাধারণত তারা অভিজ্ঞতা শেয়ারিং বা আইটি সংক্রান্ত বিষয়ে কথা বলতে পারে। আমার কথা হলো সেবির সঙ্গে চুক্তি হলে যেন আমরা কিছু পাই, সেভাবে চুক্তি করতে হবে।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান বলেন, ভারত আমাদের ভাল বন্ধু। তারা সব সময় সহযোগিতা করে আসছে। এটি এখন আনুষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে। এ বিষয়ে আগামী ২২ ডিসেম্বর বিএসইসি ও সেবির মধ্যে চুক্তি হবে। এতে সংস্থা দুটির মধ্যে পারস্পরিক সহযোগিতার মাত্রা আরও বাড়বে।
সানবিডি/ঢাকা/এসএস