বাঁদরকে সেলফির কপিরাইট দেওয়ার আরজি PETA-র

প্রকাশ: ২০১৫-০৯-২৪ ১১:৪৫:২২


Monkey-655x360

বাঁদরের সেলফি নিয়ে আইনি-যুদ্ধ। সেলফির কপিরাইট নিয়ে মামলা দায়ের করা হয়েছে মার্কিন আদালতে। মামলায় পশুপ্রেমিক সংগঠন পেটা-র দাবি, ওই সেলফি-র কপিরাইট ম্যাকাকিউ মাঙ্কিটির। যুক্তি হিসেবে বলা হয়েছে, নেচার ফটোগ্রাফার শুধু ক্যামেরাটি রেখেছিলেন। কিন্তু সেলফি তোলার কৃতিত্ব ইন্দোনেশিয়ার দ্বীপ সুলাওয়েসির ৬ বছরের ম্যাকাও মাঙ্কি নারুতোর। তাই ওই ছবি থেকে প্রাপ্ত যাবতীয় অর্থ নারুতো ও ওই সংরক্ষিত অরণ্যে বসবাসকারী তার প্রজাতির অন্যান্যদের জন্য ব্যয় করার আর্জি জানিয়েছে পেটা।

সানফ্রান্সিসকোর একটি আদালতে এই মামলা দায়ের করা হয়েছে। এই ছবির কপিরাইট নিয়ে কিন্তু বিবাদ দীর্ঘদিনের। ২০১১ তে সুলাওয়েসি সফরে গিয়ে ব্রিটিশ ফটোগ্রাফার ডেভিড স্লেটারের ক্যামেরায় ওই ছবি উঠেছিল। পরে একটি ‘ওয়াইল্ডলাইফ পার্সোনালিটিজ ‘নামক এক গ্রন্থে বাঁদরের সেলফিটিও প্রকাশিত হয়। কিন্তু প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে উইকিপিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে ওই ছবিটি প্রচারিত হয়।এ ক্ষেত্রে বিভিন্ন মাধ্যম যুক্তি দেয়, ওই ছবি কোনও ব্যক্তি তোলেননি, তুলেছে সংশ্লিষ্ট পশুটি। স্লেটার ওই সব মাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথা ভাবছেন। এরইমধ্যে পেটা মামলা দায়ের করার মর্মাহত স্লেটার। তিনি নিজেকে পশুদের অধিকার রক্ষায় অন্যতম সরব  ব্যক্তি বলে দাবি করেছেন।