এশিয়ার পুঁজিবাজার চাঙ্গা

প্রকাশ: ২০১৫-১১-১৭ ১৭:০১:৫৫


asia-stock-600x371গত শুক্রবার প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলা সত্ত্বেও সপ্তাহের প্রথম কার্যদিবসে মার্কিন পুঁজিবাজার চাঙ্গা থাকায় আজ মঙ্গলবার এশিয়ার পুঁজিবাজারগুলোতে ইতিবাচক প্রভাব পড়েছে।

বিবিসি এক খবরে জানিয়েছে, এদিন জাপানের বেঞ্চমার্কে নিক্কেই সূচক ১.২২ শতাংশ বেড়ে লেনদেন শেষ হয়। অস্ট্রেলিয়া বেঞ্চমার্কে এসএন্ডপি/এএসএক ২০০ সূচক শেষ হয় ২.৩ শতাংশ দরবৃদ্ধিতে। সবশেষ লেনদেন হয় ৫ হাজার ১১৮.২০ পয়েন্টে।

এছাড়া চীনের হং কংয়ের হ্যাং সেং সূচক এদিন ১.১৫ শতাংশ দরবৃদ্ধির মধ্য দিয়ে বাজার শেষ হয়। তবে লেনদেনের শুরুতে সাংহাই কম্পোজিট সূচক কিছুটা দর হারায়। শেষ মূহূর্ত পর্যন্ত .০৬ শতাংশ দরপতনে ৩ হাজার ৬০৪.৮০ পয়েন্টে সূচক অবস্থান করে।

আর দক্ষিণ কোরিয়ার বেঞ্চমার্কে কোসপি সূচক শেষ হয় ১.০৬ শতাংশ বেড়ে ১ হাজার ৯৬৩.৫৮ পয়েন্টে।

ডিসেম্বরে সম্ভাব্য মার্কিন সুদের হার বৃদ্ধি, ইয়েনের বিপরীতে ডলার শক্তিশালী ও  অস্ট্রেলিয়ায় বিমান খাত ঘুরে দাঁড়ানোর পুরো প্রভাব পড়েছে পুঁজিবাজারে। এর ফলে আজ এশিয়ার অধিকাংশ পুঁজিবাজার ঊর্ধ্বমুখী ছিল বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বোম্বে স্টক সূত্রে জানা যায়, আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ভারতের পুঁজিবাজারে সেনসেক্স ছিল গত দিনের তুলনায় চাঙ্গা। এ সময় পর্যন্ত সেনসেক্স .৪১ শতাংশ বৃদ্ধির মধ্যদিয়ে লেনদেন চলে।