আগৈলঝাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

প্রকাশ: ২০১৫-১১-১৭ ১৯:৫১:৪৭


downloadবরিশালের আগৈলঝাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে বেসরকারী সংস্থা চলন্তিকা যুব সোসাইটি। গতকাল মঙ্গলবার উপজেলা সমাজসেবা কার্যালয়ে প্রতিবন্ধী বান্ধব বেসরকারী সংস্থা চলন্তিকা যুব সোসাইটির উদ্যেগে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা।

বিতরণ পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন চলন্তিকা যুব সোসাইটির ডিজিএম সুমন দাস, এজিএম বিশ্বজিৎ নন্দী, ম্যানেজার ইনচার্জ মো. মাসুদ, এসডিও পরিচালক কাজল দাশগুপ্ত, সাহারুল ইসলাম, কিরণ পাইক প্রমুখ।

সানবিডি/ঢাকা/রাআ