ইতিহাস গড়ে ভারতের টেস্ট পণ্ড করল বৃষ্টি!

আপডেট: ২০১৫-১১-১৮ ১৮:৩২:০৯


Umpire Ian Gould, right, gestures after inspecting the pitch and outfield with colleague Richard Allan Kettleborough, left, before calling off play for the fourth day of second cricket test match between India and South Africa due to rains in Bangalore, India, Tuesday, Nov. 17, 2015. The second test between India and South Africa looked set for a draw Tuesday after no play was possible on the fourth day. (AP Photo/Aijaz Rahi)

চারদিনই চলে গেছে বৃষ্টির পেটে। সেই টেস্টে আবার কী ইতিহাস হতে পারে? হয়েছে; ভারতে অনুষ্ঠিত কোনো টেস্ট এর আগে এমন বৃষ্টি দেখেনি। এই প্রথম কোনো টেস্টের চারটি দিন পরিত্যক্ত হল।

চার ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত। তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর। নাগপুরে।

স্বাধীনতা ট্রফির এই দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ২১৪ রানে অল-আউট হয় সফরকারী দক্ষিণ আফ্রিকা। অতিথিদের ডি ভিলিয়ার্স ৮৫ ছাড়া কেউ পঞ্চাশের গণ্ডি টপকাতে পারেনি।

এরপর ভারত ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৮০ রান করে। শিখর ধাওয়ান ৪৫ ও মুরালি বিজয় ২৮ রানে অপরাজিত ছিলেন। তারপর থেকে অপরাজিত ‘ঐতিহাসকি বৃষ্টি’!

সানবিডি/ঢাকা/রাআ