কন্ডোম না থাকলেই মোটা জরিমানার জল্পনা

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৯-২৫ ১৬:৪৩:১২


এ এক অদ্ভুত রটনা। দিল্লির অধিকাংশ অ্যাপ ক্যাব চালকের ধারণা তাদের গাড়ির ফার্স্ট-এইড বক্সে থাকতেই হবে কন্ডোম। না হলেই মোটা অঙ্কের জরিমানা দিতে হতে পারে তাঁদের। এই জল্পনায় ডুবে চালকরা কন্ডোম রাখছেন গাড়ির ফার্স্ট এইড বক্সে। শুনতে অদ্ভুত লাগলেও, এটাই সত্যি। ঘটনার সূত্রপাত উবের চালক ধর্মেন্দ্রর বিরুদ্ধে একটি মামলা দিয়ে। ক্যাব চালক ধর্মেন্দ্র দাবি তাঁর গাড়িতে প্রাথমিক চিকিৎসাবাক্সে কন্ডোম না থাকায় তাঁকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়েছে। এই খবরই ছড়িয়ে পড়ে রটনা হয়ে। যদিও চালকের এই দাবির স্বপক্ষে কোনও প্রমাণ মেলেনি।

পরে জানা যায়, তাঁর গাড়ির গতি অত্যন্ত বেশি থাকায়, দিল্লি পুলিশ তাঁকে জরিমানা করে। কিন্তু সত্যিটা জানার পরেও জল্পনা কমেনি। দিল্লির অ্যাপ ক্যাব চালকরা এখন ফার্স্ট এইড বক্সে কন্ডোম রাখা শুরু করেছেন। নয়াদিল্লির আরেক অ্যাপ ক্যাব চালক রমেশের কথায় জল্পনা না সত্যি জানি না, কিন্তু একটা হলেও কন্ডোম রেখে দেওয়া হয়েছে গাড়িতে। এই মামলায় কোনও জরিমানা গুণতে রাজি নন তিনি। তাঁর দাবি ফিটনেস টেস্টে নাকি এই নিয়ে প্রশ্নও করা হয়েছিল তাঁকে।

নতুন মোটর ভেহিকালস অ্যাক্ট আসার পর জরিমানার ভয় চেপে বসেছে চালকদের। ফলে খুব তাড়াতাড়িই কোনও রটনা সত্যির আকার নিচ্ছে বলে মনে করছেন পুলিশ আধিকারিকদের একাংশ। তবে দিল্লির ট্রাফিক সার্জেন্টরা বলছেন, এরকম কোনও নিয়ম বলা হয়নি। যা ছড়িয়েছে, তা পুরোটাই ভিত্তিহীন। কোনও চালককে এজন্য জরিমানাও দিতে হয়নি বা কোনও চালককে ফিটনেস টেস্টে কন্ডোম সঙ্গে রয়েছে কিনা, তা জানতে চাওয়া হয়নি।

তবে অনেক ক্যাব চালকেরই মনে প্রশ্ন, কেন গাড়িতে তাঁরা কন্ডোম রাখবেন। ফার্স্ট এইড বক্সের সঙ্গে এই কন্ডোমের কী সম্পর্ক, তাও জানতে চাইছেন তাঁরা। তবে কোনও দুর্ঘটনার ক্ষেত্রে হাড় ভেঙে গেলে কন্ডোম শক্ত করে বেঁধে প্রাথমিক চিকিৎসা শুরু করা যায়, সে বিষয়টিও মাথায় রাখছেন অনেকে। তবে নতুন ট্রাফিক আইন নিয়ে যে চালকদের মধ্যে ভয় ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। দিন কয়েক আগেই লুঙ্গি পরে ট্রাক চালানোর জন্য এক চালককে মোটা অংকের জরিমানা দিতে হয়েছে। আবার দিল্লিতে হেলমেট না পরে বাস চালানোর জন্য গুণাগার দিতে হয়েছে চালককে। ফলে আতঙ্ক ছড়াচ্ছে। তারওপর যোগ হয়েছে এই কন্ডোম রাখার জল্পনা।

সানবিডি/ঢাকা/এসআই