সাকার সঙ্গে সাক্ষাৎ করবেন পরিবারের সদস্যরা

আপডেট: ২০১৫-১১-১৯ ১৬:৪২:০১


Saka.Familyমানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করবেন তার পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে কেন্দ্রীয় কারাগারে গিয়ে তারা সাক্ষাৎ করবেন।

সাকা চৌধুরীর ছোট ছেলে হুম্মম কাদের চৌধুরী রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কেন্দ্রীয় কারাগার থেকে সাক্ষাতের জন্য মৌখিক অনুমতি নেওয়া হয়েছে। সেখানে গিয়ে লিখিত অনুমতি নেওয়া হবে।

কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবিরও রাইজিংবিডিকে এতথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গতকাল বুধবার মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় বহাল রাখেন আপিল বিভাগ। সাকা চৌধুরীকে এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেমড সেলে রাখা হয়েছে।