‘মেসির হাঁটু রিয়ালের লক্ষ্য হবে না’
আপডেট: ২০১৫-১১-১৯ ১৩:০১:৩৪
মর্যাদার এল ক্লাসিকোতে লিওনেল মেসির খেলা এখনো নিশ্চিত নয়। তবে মেসি যদি সান্তিয়াগো বার্নাব্যুতে স্বাগতিক রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে নামেন, তবে তার হাঁটু রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের ‘লক্ষ্য’ হবে না বলে বিশ্বাস বার্সেলোনার স্ট্রাইকার লুইস সুয়ারেজের।
গত ২৬ সেপ্টেম্বর লা লিগায় লাস পালমাসের বিপক্ষে খেলার সময় হাঁটুর ইনজুরিতে পড়েন লিওনেল মেসি। সেই থেকেই দলের বাইরে রয়েছেন এই আর্জেন্টাইন অধিনায়ক। তবে শনিবারের এল ক্লাসিকোকে সামনে রেখে ইতোমধ্যেই অনুশীলনে ফিরেছেন চারবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারজয়ী এই তারকা। ফলে ক্লাসিকোতে তার খেলার সম্ভাবনা দেখা দিয়েছে।
এদিকে কাঁধের ইনজুরি কাটিয়ে রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসও শনিবারের এল ক্লাসিকোতে ফিরবেন বলে আশা করা হচ্ছে। সুয়ারেজ জানান, বার্সেলোনার কোনো খেলোয়াড় রামোসের কাঁধে আঘাত হানবে না।
বুধবার এক সংবাদ সম্মেলনে লুইস সুয়ারেজ বলেন, ‘আমি মনে করি না, কেউ সার্জিও রামোসের কাঁধে আঘাত করার চেষ্টা করবে এবং আমি এটাও মনে করি না, কেউ মেসির হাঁটুতে আঘাত করার চেষ্টা করবে।’
মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও নিজেদের মধ্যে কোনো শত্রুতা নেই জানিয়ে সুয়ারেজ বলেন, ‘আমরা সহকর্মী এবং পেশাদার।’
এল ক্লাসিকোতে মেসির খেলার সম্ভাবনা নিয়ে উরুগুয়ে স্ট্রাইকার বলেন, ‘মেসি স্কোয়াডের সঙ্গে অনুশীলন শুরু করেছে। তবে সে খেলবে কি না সেই বিষয়ে কোচই সিদ্ধান্ত নিবেন।’
রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে থেকে শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে স্বাগতিক রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচটি অতি গুরুত্বপূর্ণ হলেও সেটি লা লিগার শিরোপা নির্ধারক হয়ে উঠবে না বলে মনে করেন লুইস সুয়ারেজ।
লিভারপুলের সাবেক এই তারকা বলেন, ‘সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে আমাদের সন্তুষ্ট হওয়া উচিত। কেননা, আমরা বিশ্বের সেরা খেলোয়াড়কে ছাড়াই ভালো করছি এবং রিয়ালের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে থেকে বার্নাব্যুতে যাচ্ছি। এল ক্লাসিকোর ফলাফল গ্রেট খেলোয়াড়দের পারফরম্যান্স দ্বারা নির্ধারিত হয়। তবে এটি লা লিগার শিরোপা নির্ধারক হবে না। এখনও অনেক ম্যাচ বাকি আছে এবং অ্যাটলেটিকো মাদ্রিদও (শিরোপা লড়াইয়ে) ভূমিকা রাখবে।’
শনিবারের এল ক্লাসিকোটি লুইস সুয়ারেজের কাছে বিশেষ কিছু। কেননা, গত বছরের অক্টোবরে এই বার্নাব্যুতেই বার্সেলোনার হয়ে তার অভিষেক হয়।
এই বিষয়ে সুয়ারেজ বলেন, ‘সান্তিয়াগো বার্নাব্যুর মতো ঐতিহাসিক স্টেডিয়ামে খেলা সব সময়ই বিশেষ মুহূর্ত। এটি আমার কাছে আরো ‘স্পেশাল’ কেননা বার্নাব্যুতেই বার্সেলোনার হয়ে আমার অভিষেক হয়।’