আইবিসিএমএল মার্চেন্ট ব্যাংকিং বিজনেস এর উদ্বোধন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-০১ ১০:৫৯:৩১
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর সহযোগী প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইবিসিএমএল)-এর মার্চেন্ট ব্যাংকিং বিজনেস এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম ৩০ সেপ্টেম্বর ২০১৯, সোমবার রাজধানীর দিলকুশায় আইবিসিএমএল-এর প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, জে.কিউ.এম হাবিবুল্লাহ্, এফসিএস, হাসনে আলম, মোঃ আব্দুল জব্বার, মোঃ ওমর ফারুক খান ও মোঃ সালেহ্ ইকবাল এবং আইবিসিএমএল এর ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ আবদুর রহিম, এফসিএ সহ ব্যাংক ও আইবিসিএমএল-এর নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এবিএস