সেলিম প্রধানের বাসায় র‌্যাবের অভিযান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-০১ ১৩:৩৪:০৪


অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসার মূলহোতা সেলিম প্রধানের রাজধানীর গুলশানের কার্যালয় থেকে বিপুল পরিমাণ মদ ও দেশি-বিদেশি টাকা উদ্ধারের পর এবার তার বাসায় অভিযান শুরু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (০১ অক্টোবর)  বনানীর ২ নম্বর রোডের ২৬ নম্বর ভবনে সেলিমের বাসায় অভিযান শুরু করে র‌্যাব সদস্যরা।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান জানান, গুলশানে সেলিমের বাসাটিতে অভিযান শুরুর পর রাত থেকে তার বনানীর বাসাটি ঘিরে রাখা হয়। কার্যালয়ের পর এখন তার বনানীর বাসায় অভিযান চলছে।

তার বাসায় অভিযান শেষে সার্বিক অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এর আগে, মিজানুর রহমান জানান, সেলিম প্রধানের কার্যালয় থেকে বিপুল পরিমাণ মদ ও দেশি-বিদেশি অর্থ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাতে গুলশান-২ এর ৯৯ নম্বর সড়কে ১১/এ বাড়িটিতে অভিযান শুরু করে র‌্যাব সদস্যরা।

সোমবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থাই এয়ারওয়েজের ব্যাংককগামী একটি ফ্লাইট থেকে সেলিম প্রধানকে আটক করে র‌্যাব। গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইট ছাড়ার আগমুহূর্তে তাকে আটক করা হয়। এরপর সেলিমের দেওয়া তথ্যের ভিত্তিতে তার কার্যালয়ে অভিযান শুরু করা হয়।

র‌্যাব জানায়, সেলিম অনলাইন ক্যাসিনোর মূলহোতা। তিনি পি-২৪ নামে একটি অনলাইন ক্যাসিনোর মাধ্যমে অর্জিত আয় বিদেশে পাচার করে আসছিলেন।

সানবিডি/ঢাকা/এবিএস