সেপ্টেম্বরে বিও হিসাব বেড়েছে সাড়ে ২০ হাজার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-০২ ১২:৪৯:৪৯


পুঁজিবাজারে বিনিয়োগের জন্য সেপ্টেম্বর মাসে সাড়ে ২০ হাজার নতুন বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খুলেছে বিনিয়োগকারীরা। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সেপ্টেম্বরের শেষ দিন বিও হিসাবধারীর সংখ্যা দাড়িয়েছে ২৫ লাখ ৬২ হাজার ৩১৩টিতে। যা আগের মাসের অর্থাৎ আগস্টের শেষ দিন ছিল ২৫ লাখ ৪১ হাজার ৭৯৮টিতে। অর্থাৎ সেপ্টেম্বর মাসে বিও হিসাব বেড়েছে ২০ হাজার ৫১৫টি।

জানা যায়, ২৫ লাখ ৬২ হাজার ৩১৩টি বিও হিসাবের মধ্যে পুরুষ হিসাবের সংখ্যা রয়েছে ১৮ লাখ ৬৬ হাজার ৯৮৬টি। যা আগস্ট মাসের শেষ দিন ছিলো ১৮ লাখ ৫৪ হাজার ৪১৩টিতে। অর্থাৎ এ সময়ে পুরুষ বিও হিসাব বেড়েছে ১২ হাজার ৫৭৩টি।

সেপ্টেম্বরে নারী হিসাবধারীর সংখ্যা ৭ হাজার ৮৮২টি বেড়ে দাড়িয়েছে ৬ লাখ ৮২ হাজার ৩৬০টিতে। আগস্টে নারী বিও হিসাব ছিল ৬ লাখ ৭৪ হাজার ৪৭৮টি। আর শেষ একমাসে কোম্পানি হিসাব ৬০টি বেড়ে দাড়িয়েছে ১২ হাজার ৯৬৭টিতে। আগস্টে কোম্পানি বিও হিসাব ছিল ১২ হাজার ৯০৭টিতে।

এ সময়ে দেশে অবস্থানকারীরা ১৯ হাজার ৬৪০টি বিও হিসাব খুলেছে। যার কারণে দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাড়িয়েছে ২৪ লাখ ০৫ হাজার ৪৮৮টিতে। আগস্ট মাসে এ সংখ্যা ছিল ২৩ লাখ ৫ হাজার ৮৬২টিতে।

আর প্রবাসী বিনিয়োগকারীরা নতুন করে ৮১৫টি বিও হিসাব খুলেছে শেষ এক মাসে। সেপ্টেম্বরে প্রবাসীদের বিও হিসাব দাড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ৮৮০টিতে। যা আগস্টে ছিল ১ লাখ ৪৩ হাজার ৬৫টিতে।

সানবিডি/এসকেএস