আমিরাত-লঙ্কাও পেঁয়াজের ঝাঁজে পুড়ছে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-০২ ১৫:৩৭:১৭
ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় বাংলাদেশের মতো সংযুক্ত আরব আমিরাত এবং শ্রীলঙ্কায় হুহু করে দাম বেড়েছে। এই দামের সঙ্গে তাল মেলাতে সেখানকার সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কয়েকটি রাজ্যে অতিবৃষ্টির কারণে পেঁয়াজ উৎপাদন কমে গেছে। যার কারণে দেশটিতে পেঁয়াজের দাম আকাশচুম্বী। এই অবস্থায় সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়।
শুধু রপ্তানি নয়; ভারতের কোনো ব্যবসায়ী গুদামে ১০০ কেজির বেশি পেঁয়াজ রাখতেও পারছেন না। এই নিয়ম ভঙ্গকারীকে অপরাধীদের তালিকায় ফেলা হচ্ছে।
গত জুলাই থেকে ভারতে পেঁয়াজের দাম বাড়তে থাকে। ওই সময় দাম স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ হয়ে যায়।
চলতি বছর ভারতে দেরিতে বর্ষা শুরু হয়েছে। কয়েকটি রাজ্যে আবার সেই বর্ষা প্রবল আকার ধারণ করেছে।
মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট, মধ্য প্রদেশ, রাজস্থান, বিহার, উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে ভারতের মোট পেঁয়াজ উৎপাদনের ৯০ শতাংশ আসে। আর বৃষ্টি এইসব এলাকায়ই বেশি হচ্ছে।
ভারতে এখন পেঁয়াজের দাম ৬০-৮০ রুপিতে উঠেছে। বাংলাদেশে বিক্রি হচ্ছে ১১০ টাকার মতো করে।
চীন, নেদারল্যান্ডস, স্পেন এবং মেক্সিকোর পাশাপাশি পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে ভারত শীর্ষস্থানীয় একটি দেশ। এই খাত থেকে দেশটি প্রায় ৫০০ মিলিয়ন ডলার আয় করে।
পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় ভারতীয় কৃষকেরা আবার প্রতিবাদ করছেন। রপ্তানি বন্ধ না হলে তারা আরও বেশি দাম পেতেন বলে মনে করছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে সমালোচনা।
শান্তিপ্রিয় নামের এক ব্যবসায়ী টুইটারে লিখেছেন, ‘পেঁয়াজ রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত না নিলেও চলত। যখন কৃষকেরা একটু সুযোগ পায়, সরকার তখনই এমন করে। গরিব গরিবই থাকবে। কংগ্রেস অথবা বিজেপি যারাই আসুক না কেন, পলিসি পাল্টাবে না।’
সানবিডি/ঢাকা/এসআই