‘খালেদা জিয়ার জামিন নিয়ে হ্যাঁ-না কোনোটাই বলতে পারব না’:কাদের
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১০-০২ ১৮:১৪:১৮
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যদি জামিন পান, আর চিকিৎসকরা যদি তার উন্নত চিকিৎসার পরামর্শ দেন সে ক্ষেত্রে সরকারের কিছু বলার নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার সচিবালয়ে সেতুমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। পরে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার জামিন ও চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রীকে জানানোর অনুরোধ করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ।এ বিষয়ে খোঁজখবর নিতেই তিনি আমার সঙ্গে দেখা করেন।’
খালেদা জিয়ার জামিনের বিষয়টি আদালতের ওপর নির্ভর করছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘প্রথম তো আদালতে জামিনের বিষয়টা আসবে। আমি জামিনের ব্যাপারে তো সরকারের পক্ষ থেকে হ্যাঁ-না কোনোটাই বলতে পারব না।’
খালেদার জিয়ার সঙ্গে সরকারের কোনো শত্রুতা নেই জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ চায় বিএনপি আন্দোলন করুক। কিন্তু তারা কোনোভাবেই আন্দোলনের ঢেউ তুলতে পারছেন না।’
সানবিডি/ঢাকা/এসআই