ঢাবি শিক্ষার্থী প্রক্সি দিতে গিয়েছিল ইবির ভর্তি পরীক্ষায়

প্রকাশ: ২০১৫-১১-১৯ ১৭:১৫:৩০


IUইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের  স্নাতক (সম্মান) শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার শেষ দিনে একটি জালিয়াতি চক্র ধরা পড়েছে।‘এফ’ ইউনিটের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে এক প্রক্সিবাজকে আটক করা হয়।

আটককৃত শিক্ষার্থীর মাধ্যমে জালিয়াতি চক্রের সন্ধান পাওয়া যায়। এতে ঢাবি এবং ইবি ও কুষ্টিয়া সরকারী কলেজ শিক্ষার্থীসহ জালিয়াতি চক্রের তিন সদস্যকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত ঢাবি শিক্ষার্থীর শাস্তি হিসেবে ১বছর ও অপর দুজনের ৬ মাস করে কারাদন্ড দিয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার রায় এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা শেষে গ্রেফতারি পরোয়ানা দেখিয়ে তাদের ৩ জনকেই ঝিনাইদহ কারাগারে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে সারা দেশের ভর্তি জালিয়াতি চক্রের মূল হোতার তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন,‘আমরা শত চেষ্টার পর এই জালিয়াতি চক্রকে ধরতে পেরেছি। আশা করছি দের শাস্তির মাধ্যমে মুল হোতা বেরিয়ে আসবে। রিপনের কাছে থেকে বেশ কিছু তথ্য র‌্যাবের কাছে দেয়া হয়েছে।’
সানবিডি/ঢাকা/তারিক/এসএস