নিজের পুঁজির নিরাপত্তা নিজেকেই নিতে হবে:এম খায়রুল হোসেন

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-১০-০৩ ১৪:৫৬:৫৪


যে কোন কাজ করার আগে জানার বিকল্প নেই। ব্যবসা করার জন্যও জানার প্রয়োজন আছে। পুঁজিবাজারও এর বাহিরে নেই। বিনিয়োগ কারার আগেই অবশ্য জানতে হবে। নিজের পুঁজির নিরাপত্তা নিজেকেই নিতে হবে। এই জন্য পুঁজিবাজার সম্পর্কে ভালো করে জানার আহ্বান জানিয়েছেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন।

বিশ্ববিনিয়োগকারী সপ্তাহ ২০১৯ উপলক্ষে সিডিবিএল কর্তৃক আয়োজিত বিনিয়োগকারী শিক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত এক সেমিনারে প্রধানঅতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ড. এম খায়রুল হোসেন বলেন,পুঁজিবাজার একটি টেকনিক্যাল জায়গা। এটি যে কোন সাধারণ ব্যবসার মতো নয়। যে কোন কাজ করতে আগে জানতে হয়। আর পুঁজিবাজারে ব্যবসা করতে চান না জেনে। এটি কেমন। এই জায়গায় ব্যবসা করার জন্য জানতে হবে। তবে এর জন্য মহাজ্ঞানি হওয়ার প্রয়োজন নেই। যেই বিষয়গুলো জানলে আপনার পুঁজির নিরাপত্তা থাকবে, সেগুলো জানলেই হবে।

তিনি বলেন, বিনিয়োগকারীদের স্বার্থে বুকবিল্ডিং পদ্ধতি চালু করলাম। এটি নিয়ে একটি গ্রুপ মিস ব্যবহার শুরু করলো। প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যেই দাম নির্ধারণ করে, তার থেকে ১০ শতাংশ কমে আমরা সাধারণ বিনিয়োগকারীদের দিলাম।
খায়রুল হোসেন বলেন,পুঁজিবাজারকে শক্তিশালী করার জন্য সরকার ভালো কোম্পানিগুলোকে বাজারমূখী হতে হবে। যদি তারা ব্যাংক থেকে সহজে ঋণ পায়, তাহলে কেন পুঁজিবাজারে আসবে। ভালো কোম্পানি বাজারে আনতে ব্যাংকগুলোকে দীর্ঘ মেয়াদে ঋন না দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ক্ষুদ্র বিনিয়োগকারীদের মতো আচরণ করে। এর থেকে বের হতে হবে।
সিডিবিএলের চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপতিত্বে ও বিএসইসির নির্বাহি পরিচালক ফরহাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ডিবিএ সভাপতি শাকিল রিজভী, বিএমবিএ সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, রেইসের ব্যবস্থাপনা পরিচালক ড. হাসান ইমাম এবং আইডিএলসি ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান।