সিরিজ জিতল নারী ক্রিকেটাররা
প্রকাশ: ২০১৫-১১-১৯ ১৬:৩৯:৪৮
দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলকে আট উইকেটে হারিয়েছে বাংলাদেশের নারীরা। এর আগে প্রথম টি-২০তেও ৩৫ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় স্বাগতিক নারী ক্রিকেট দল। ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ।
বৃহস্পতিবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ৬৯ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে ২ উইকেট হারিয়ে ৪৯ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। এসময় মাত্র ৫ রান করে সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান শারমীন আক্তার। এরপর জয়ের বন্দরে দলকে নিয়ে যেতে প্রাণপণ লড়াই চালিয়ে যান আয়েশা রহমান। তিনি ব্যক্তিগত ২৮ রানে সাজঘরে ফেরেন। আর বাকী কাজটুকু সারেন শায়লা শারমীন ও রুমানা। শায়লা ২৩ রানে ও রুমানা ১২ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২ উইকেট হারিয়ে ৪৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
জিম্বাবুয়ে নারী দলের হয়ে মারাঙ্গে ও চাতোনজুয়া নেন একটি করে উইকেট।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপের মুখে পড়ে সফরকারীরা। শুরুতেই কয়েকটি উইকেট হারিয়ে ফেলায় স্থির ব্যাটিং করতে বাধ্য হয় জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল। শেষ পর্যন্ত পুরো ২০ ওভার ব্যাট করে ছয় উইকেট হারিয়ে ৬৯ রান তুলতে সক্ষম হয় অতিথিরা।দলের হয়ে সর্বোচ্চ ২১ রান করেন শার্ন মেয়ার্স। প্রেশাস মারাঙ্গের ব্যাট থেকে আসে অপরাজিত ১৬ রান। এছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।
বাংলাদেশের হয়ে ১১ রানে তিন উইকেট নেন ডানহাতি পেসার জাহানারা। এছাড়া পান্না ঘোষ, রুমানা আহমেদ নেন একটি করে উইকেট।
বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করাই ম্যাচসেরা হন জাহানারা।