স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর ৩১৮তম বোর্ড সভা অনুষ্ঠিত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-০৩ ১৬:৫৬:৫২


স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের ৩১৮তম সভা ০৩ অক্টোবর ২০১৯ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দিন আহ্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এথেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, সম্মানিত পরিচালকবৃন্দের মধ্যে জনাব কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, মোহাম্মদ আবদুল আজিজ, মোঃ জাহেদুল হক, ফেরদৌস আলী খান, আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ চৌধুরী, কাজী খুররম আহমেদ, নজমুল হক চৌধুরী এবং মোঃ নাজমুস সালেহীন সভায় উপস্থিত ছিলেন।

সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ তারিকুল আজম এবং উপ- ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোতালেব হোসেন।

সানবিডি/ঢাকা/এবিএস